কালীগঞ্জে উপবৃত্তি বঞ্চিত ৫১২৭ শিক্ষার্থী
আব্দুল গাফফার কালীগঞ্জ,গাজীপুর থেকে:
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রায় ৫১২৭ জন শিক্ষার্থী সরকারের দেয়া উপবৃত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত জুলাই ২০১৪ইং থেকে কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপবৃত্তি না পাওয়ায় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন আহাম্মেদ এর সাথে কথা বললে তিনি জানান, প্রতিটি শিক্ষার্থীর হাতে টাকা পৌছানোর জন্য বর্তমান সরকার ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা করছে। একটি প্রতিষ্ঠানকে কাজটি বরাদ্দ দেয়া হয়। শুনেছি তারা কাজটি সাব-কন্ট্রাকে দেয়ায় কাজ সমাপ্তে বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা সাজেদুল হকের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন, আমাদের কাজ চলছে কবে নাগাদ শেষ হবে তা বলতে পারছিনা।
একটি সুত্র জানায়, প্রতি মাসে কালীগঞ্জে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর পর্যন্ত উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১১১৩ জন ছাত্র ও ৪১১৪ জন ছাত্রীসহ মোট ৫১২৭জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন হারে প্রায় সাড়ে ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হতো যা বর্তমানে বন্ধ রয়েছে। উপবৃত্তির টাকা দিয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরন ক্রয় করে তাদের চাহিদা মেটাত। টাকা না পাওয়ায় উৎসাহিত শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
Related News

গাজীপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ কর্তন, কারাদন্ড ১
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় একজনকে কারাদন্ড ও চারজনকে এক লাখ ৭০ হাজারRead More

টঙ্গীতে শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপনের আত্মসমর্পণ
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : গাজীপুর ও টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান স্বপন (৩২)Read More