কালীগঞ্জে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জামালপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। রবিবার ওই ইউনিয়নের মেন্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্টিত হয়।
উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. তৈয়্যিবুর রহমান বজলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। জেলা কৃষকলীগের সদস্য মাহফুজ আলম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল মোতালেব হোসেন দর্জি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুবকর, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান খাঁন (ফারুক মাস্টার) সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোড়ল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য খাইরুল আলম (ইউপি চেয়ারম্যান), সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, কৃষকলীগ যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন খান, জামালপুর ইউপি যুবলীগ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মোল্লাসহ কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More