কালীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বাইপাস সড়কে বালিগাঁও নামক স্থানে বালি ভর্তি বিকল ট্রাককে দ্রুতগামী তিতাস পরিবহনের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা হাসপাতালে প্রেরণ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার বালীগাঁও ফকিরবাড়ী সংলগ্ন ভৈরব থেকে ঢাকাগামী চলনবিল ও তিতাস পরিবহনের দুইটি বাস ওভারটেক করার প্রতিযোগীতা শুরু করে। এ সময় বালিগাঁও এলাকার সড়কে একটি বিকল ট্রাক থাকায় চলনবিল পরিবহণের বাসটি তিতাস পরিবহণের বাসকে ওভারটেক করে চলে যায়। পরে তিতাস পরিবহণের (ঢাকা-মেট্রো ব-১১-৩১৩৭) বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। বাসটি দুমরে মুচরে যায়। এতে নরসিংদী সদরের মো. শরিফ হোসেন ও মো. মামুন মিয়া, রায়পুরা এলাকার মোসা. হাবিবা আক্তার, আবু তালেব ও আঃ ছালাম মিয়া, পলাশ এলাকার আজীজুল হক, কিশোরগঞ্জের আবু হানিফা ও শিবপুরের আবু তালেবসহ ২০ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোসা. হাবিবা আক্তার (৫৫) নামে একজনকে ঢামেকে রেফার্ড করে। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। কালীগঞ্জ থানা এস,আই মো. নাজমুল ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
Related News

গাজীপুরে ভাষা আন্দোলন গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আন্তর্জাতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা,Read More
কালিয়াকৈরে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণ শুনানি
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগেRead More