খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও সমন জারির প্রতিবাদে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা

ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও সমন জারির প্রতিবাদে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন
মামলার বাদী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় এ মামলা দায়ের করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালত শুনানি শেষে অপরাধ আমলে গ্রহন করে বেলা সোয়া ১২টার দিকে আগামী ৩ মার্চ আদালেেত হাজির হতে খালেদার বিরুদ্ধে সমন জারি করেন ।
সকালে মামলা দায়েরের পর থেকেই আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। মাঝে শুনানি চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। আদালত সমন জারির পর ফের বিক্ষোভ শুরু করেন।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে ২৫/৩০ জন আইনজীবী বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা মামলা ও সমন প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছেন।
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এতো লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে’। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ১০১,শনাক্ত ৪,৪১৭
সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখন পর্যন্তRead More