গাজীপুরে নারী নেত্রীর সঙ্গে মানহানিকর আচরনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একজন নারী নেত্রীকে অবমাননাকর বক্তব্য ও মানহানিকর আচরণ করার প্রতিবাদে এবং কটুক্তিকারী সরকারী কর্মকর্তা জাকির হোসেনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে জেলার বিভিন্ন নারী, এনজিও ও মানবাধিকার সংগঠনের লোকজন রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা প্রায় এক ঘন্টা ধরে মানববন্ধন করেন।
বিক্ষোভকারীরা জানান, গাজীপুরের বাংলাদেশ মহিলা সমাজ কল্যান সমিতির সভানেত্রী মনিরা হোসেনকে নানা ধরণের অশোভন কথা বলে এবং মানহানিকর আচরণ করছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন। এরই প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। মানববন্ধন চলাকালে সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল আলম ও মানবাধিকার ব্যুরোর গাজীপুর জেলা সভাপতি রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন।
তারা বলেন, ওই কর্মকর্তার আচরণে ও লজ্জাজনক কথাবার্তায় মনিরা হোসেন বিব্রত ও মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারা ওই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More