গাজীপুরে ব্রিস্টল ফার্মা কর্মকর্তাদের ২০ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি
অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ব্রিষ্টল ফার্মা লিমিটেড কর্মকর্তাদের ২০ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কারখানাটিতে অভিযান চালায় র্যাব। অভিযানে নেতৃত্বে ছিলেন র্যাব-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক এটিএম গোলাম কিবরিয়া ও ওষুধ পরিদর্শক মো. ফজলুল হক।
ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, ওষুধ কারখানাটি ২০০৯ সালে জাতীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্যরা পরিদর্শন শেষে ২০১২ সালে সব ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরন বন্ধ করে দেন। কর্তৃপক্ষের আদেশ অমান্য করে ৩ বছর যাবত অনুমোদনবিহীন ও অবৈধভাবে সেফিক্সিম-২০০, সেফোটক, সেফোরেট-৫০০, সেফাডিন-৫ মিলি, সেফরাডিন ৫০০ ক্যাপ, ফ্লুক্লক্সাসিলিন ৫০০ মিলি তৈরি এবং পেনিসিলিন ও সেফালোস্প্রেরিন জাতীয় ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযানে দেখা গেছে, অনুমোদনবিহীন বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরী ও বাজারজাত করার প্রমান পাওয়ায় পর প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার বিশ্বজিত দাস ও কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মো. রবিউল হাসান (৪৬) দোষ স্বীকার করায় তাদেরকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
Related News

কালীগঞ্জ পৌরসভার নির্বাচন রোববার
ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেনRead More

গাজীপুরে ভাষা আন্দোলন গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আন্তর্জাতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা,Read More