গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের ক্ষতিপূরণ ও মালিককে গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের পূবাইল এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রি লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতদের ক্ষতিপূরণ ও কারখানার মালিককে দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. বজলুর রহমান বাছিরের সভাপতিত্বে পূবাইল রেলক্রসিং এলাকায় স্থানীয় শ্রমিক সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ নেতা ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রর সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়া, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি আব্দুর রাজ্জাক, গাজীপুর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি । বক্তারা দায়ীদের দ্রুত বিচার ও নিহতদের আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন। এর আগে ঘটনাস্থলে মহিলা শ্রমিকলীগ বিক্ষোভ মিছিল করেছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিকেলে গাজীপুর মহানগরের পূবাইল এলাকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিকেল ইন্ডষ্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণে টিনসেডের ওই কারখানার চালসহ ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এসময় কারখানার পার্শ¦বর্তী জয়দেবপুর-পূবাইল সড়কে দিয়ে যাবার সময় অটোরিকশা যাত্রী স্কুল শিক্ষিকাসহ ৮ জন মারা যান।
Related News

গাজীপুরে ভাষা আন্দোলন গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আন্তর্জাতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা,Read More
কালিয়াকৈরে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণ শুনানি
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগেRead More