গাজীপুরে মুদি দোকান ও বসত বাড়িতে অগ্নিকান্ড

শামসুল হক ভ’ইয়া গাজীপুর থেকে:
গাজীপুরে পৃথক ভাবে মুদি দোকান ও বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি টিনশেডের ১০টি কক্ষ ও আসবাবপত্র এবং একটি মুদি দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়র সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
গাজীপুর মহানগরের হারিনাল বাজার এলাকায় বুধবার রাত সাড়ে ৩ টার দিকে মকবুল হোসেনের একটি মুদি দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে ওই দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো হাসিবুর রহমান ্ও সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ জানান, একই রাতে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় মো. শফিকুল ইসলাম ও তার ভাইয়ের টিনশেডের দুটি বাসা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসা বাড়ি দুটির ১০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়েছে।
Related News

শৈলকুপায় অধ্যক্ষের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফেইসবুকেRead More

গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার গাজীপুরে কোভিড-১৯ ওRead More