ন্যাশনাল কাইজান কনভেনশন পুরস্কার পেলেন গাজীপুরের এলজিইডি নির্বাহী প্রকৌশলী
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খান ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা গ্রহণের নিমিত্তে প্রতিটি উপজেলার রাস্তায় যানবাহন দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে Speed Breaker Marking করার কার্যক্রম গ্রহণ করেন। সম্প্রতি সকল উপজেলা প্রকৌশলীসহ নির্বাহী প্রকৌশলীর দফতরের সকল কর্মকর্তা/কর্মচারী সমন¦য়ে Speed Breaker-G Marking কাজ আরম্ভ করা হয়। এবিষয়ে বেসরকারী চ্যানেল সময় টেলিভিশনে গত নভেম¦রে সম্প্রচার করা হয় । নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খানকে কাইজান (ভালোর জন্য পরিবর্তন) জড়ষব গড়ফবষ হিসাবে গত ২৫ জানুয়ারি সোমবার হোটেল সোনারগাঁও-এ Total Quality Management (TQM)এর আওতায় National Kaizen Convention ঘধঃরড়হধষ কধরুবহ ঈড়হাবহঃরড়হ এ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সিদ্দিক এম,পি সম্মাননা পুরস্কার প্রদান করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন,Speed Breaker Marking করার এই উদ্যোগ সারা বাংলাদেশের সকল গ্রামগঞ্জে সম্পন্ন করা গেলে অনেক দুর্ঘটনার হাত থেকে জনসাধারণ রক্ষা পাবে। এ মহতি উদ্যোগে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয় ।
Related News

কালীগঞ্জ পৌরসভার নির্বাচন রোববার
ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেনRead More

গাজীপুরে ভাষা আন্দোলন গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আন্তর্জাতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা,Read More