পাজামা পরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক : অনেকেই রাতে পাজামা পরে ঘুমান। রাতে পাজামা পরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন গবেষকরা।
কারণ হিসেবে গবেষকরা জানান, রাতে যে পাজামাটি পরিয়ে ঘুমানো হয়, অন্যান্য কাপড়ের মতো তা সবসময় ধোয়া হয় না। একটি পাজামা বারবার পরায় এতে জীবানু জন্ম নেয়। আর তাতেই ঘটতে পারে বিপত্তি।
গবেষকদের মতে, একটি পায়জামা দুই বার পরার পর পরিবর্তন করা উচিৎ। অথবা সপ্তাহে একবার হলেও ব্যবহৃত পায়জামাটি ধৌত করা উচিত। এতে আপনার কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না।
এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী পুরুষরা একই পাজামা ১৩ বার ব্যবহার করেছেন। এবং নারীরা ব্যবহার করেছেন ১৭ বার। জরিপে অংশগ্রহণকারী শতকরা ৫১ ভাগ নারী-পুরুষ জানিয়েছেন, যদি তাদের ব্যবহৃত পায়জামা থেকে গন্ধ না ছড়ায় তাহলে তারা সেটি ধৌত করেন না।
লন্ডন স্কুল অব হাইজিনি এন্ড ট্রপিকাল মেডিসিন বিভাগের অধ্যাপক স্যালি ব্লুমফিল্ড জানিয়েছেন, পাজামার ভেতরে যদি ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেটা গন্ধ শুকে বোঝা যাবে না। কাজেই পাজামাকে সবসময় জীবানুমুক্ত রাখতে হবে। প্রয়োজনে সপ্তাহে একবার হলেও পাজামা ধৌত করতে হবে।
Related News

টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনামুক্ত হবে-স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,এখন মানুষের ভ্যাকসিন ভীতি দূর হয়েছে। টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেকRead More

করোনা ভ্যাকসিন যাদের জন্য প্রযোজ্য
করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবেন কি না তা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক্যানসার, ডায়াবেটিস, কিডনি,Read More