পুলিশকে ডিজিটালাইজড করা হচ্ছে —– প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পুলিশকে জনগণের সেবক হতে হবে। তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করতো তবে পরিস্থিতি স্বাভাবিক থাকতো না। পুলিশকে ডিজিটালাইজড করা হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে থাকবে। আমরা এ দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করবো। বাংলাদেশ হবে শান্তিময় দেশ। এ সময় তিনি আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার ঘোষণা দেন।
তিনি আরো বলেন, পুলিশ দেশপ্রেম নিয়ে তাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। আজ রাষ্ট্রপতি পদক যারা পেয়েছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি।
Related News

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More

যেকোনো আঘাত মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতেRead More