বিএনপি নেতা খন্দকার মোশাররফ জামিনে মুক্ত

শামসুল হক ভ’ইয়া গাজীপুর থেকে:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন । বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এসময় কারাফটকে ড. খন্দকার মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ২০১৪ সালের মার্চে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ার পরে খন্দকার মোশারফ হোসেনকে ঢাকা থেকে ওই বছরের ১৬ মার্চ এ কারাগারে পাঠানো হয়। এ মামলাসহ তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ ১০ জানুয়ারি উচ্চ আদালতে থেকে মানিলন্ডারিং মামলায় জামিন পান তিনি। জামিনের কাগজপত্র বুধবার কারাগারে পৌঁছে। পরে যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More