বিশ্ব এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে অনুসরণ করে—স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগেঞ্জর কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড়-হরিনাথপুর সড়ক প্রশস্থকরণ প্রকল্পের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বিশ্ব এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে অনুসরণ করে। উন্নয়ন এবং জনগণের ভালোবাসা দিয়েই আগামী যে কোনো নির্বাচনে বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, লুৎফর রহমান মুকুল, ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান স্বাধীন ।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More