ভারতে পীরের দরগায় প্রবেশের জন্য মুসলিম নারীদের আন্দোলন

ভারতে পীরের দরগায় প্রবেশের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে মুসলিম নারীদের একটি সংগঠন। দেশটির মুম্বাই শহরে বিখ্যাত হাজী আলি দরগায় নারীদের প্রবেশাধিকার নিষেধ। মহারাষ্ট্রের একটি হিন্দু মন্দিরের গর্ভগৃহে নারীদের প্রবেশের দাবি ওঠার মধ্যেই মুসলমান নারীরা দরগায় প্রবেশাধিকার চেয়ে বিক্ষোভ দেখালেন।
আন্দোলনে অংশ নেওয়া নারীরা বলছেন, দরগায় প্রবেশের অনুমতি না দেওয়াটা ধর্ম বা ঐতিহ্য নয়, পুরুষতান্ত্রিক মানসিকতা। ‘ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন’ নামের একটি সংগঠন, যারা এই ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে, তাদের কথায়, সংবিধানে সবাইকে সমানাধিকার দেওয়া হয়েছে আর মুসলমানরা ভারতের সংবিধান মেনে চলে। তাহলে কেন নারী-পুরুষের জন্য আলাদা নিয়ম!
সংগঠনটির অন্যতম প্রধান জাকিয়া সোমান বিবিসিকে জানায়, ‘একদিকে যখন হিন্দু নারীরা তাদের মন্দিরে প্রবেশের অধিকার চেয়ে আন্দোলন করছেন, একই সময়ে মুসলমান নারীরাও দরগায় প্রবেশাধিকার চেয়ে রাস্তায় নামলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা নারীদের অধিকারের দাবি।’
অন্যদিকে হাজি আলি দরগা ট্রাস্ট বলছে এটা একজন মুসলমান পুরুষের মাজার। পুরুষের মাজারের কাছাকাছি নারীদের যেতে দেওয়া যায় না।
হাজি আলির দরগায় নারীদের কেন ঢুকতে দেওয়া হবে না, এই নিয়ে মুম্বাই হাইকোর্টে একটি মামলাও দায়ের করেছে ওই সংগঠনটি। তবে হাইকোর্ট জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে কেরালার বিখ্যাত হিন্দু তীর্থস্থান সবরীমালা মন্দিরে নারীদের প্রবেশের অধিকার নিয়ে দায়ের হওয়া মামলাতে কী রায় দেয়, সেটা দেখার পরেই হাজি আলি দরগা নিয়ে তারা নির্দেশ দেবে।
আদালত বলেছে দুটি মামলাই যেহেতু ধর্মীয় স্থানে নারীদের প্রবেশাধিকার সংক্রান্ত, তাই তারা সুপ্রীম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে চায়। বিবিসি।
Related News

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ড প্রদান করলেন ড.ফারহানা নূর চৌধুরী
ইলিয়াস আহমদ,গ্রীস প্রতিনিধি : গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানাRead More

ইউরোপ থেকে মন্ত্রীর কাছে সিলেটের দুই মুক্তিযোদ্ধাকে তালিকাভূক্ত করার দাবি
আফরোজ খানঃ ইতালিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে এমএজি ওসমানীর গাড়ি চালকসহ দুইজনকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তRead More