শাহজালালের পর শাহপরানের মাজারও জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজারও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
জিয়ারত শেষে বেলা ১২টা ৫০ মিনিটে তিনি শাহপরানের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১২টা ৫৭ মিনিটে তিনি শাহপরানের মাজারে প্রবেশ করেন। সেখানে মাজার জিয়ারত শেষে বেলা ১টা ১৫ মিনিটে তিনি মদন মোহন কলেজের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ রহমত উল্লাহ।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More