শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে দারুণ সূচনা পেলো মারুফুল হকের দল। এতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা কিছুটা হলেও পেছনে ফেলতে পারল মামনুলরা।
বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার বিকেল পৌনে তিনটায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল হয়। তার মধ্যে একটি করে শ্রীলঙ্কা। অন্যটি করে বাংলাদেশ। ফলে ৪-২ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে গোল্ডকাপের এই আসরে শুভ সূচনা করেছে মারুফুল হকের শিষ্যরা।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম লিড পায় বাংলাদেশ। জাহিদের ক্রসে শ্রীলঙ্কার জালে বল পাঠান সাখাওয়াত হোসেন রনি। তবে এর মিনিট তিনেক পরই সমতায় ফেরে সফরকারীরা। ২০ মিনিটে পেনাল্টিতে গোল করে লঙ্কানদের ১-১ ব্যবধানে সমতায় ফেরান ৩৩ নম্বর জার্সিধারী ফিগুয়ার্দো।
তবে ১-১ ব্যবধানে সমতার পর স্বাগতিক দর্শকদের বেশিক্ষণ হতাশায় রাখেননি মামুনুলরা। মিনিট দুয়েক পরই অধিনায়ক মামুনুল ইসলামের কর্নারে দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসিন খান। তাতে ২-১ এ লিড নেয় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪২ মিনিটে নাবিব জীবনের দূর্দান্ত এক ফ্রি কিক প্রতিপক্ষের মাথা ছুয়ে শ্রীলঙ্কার গোলপোস্টে ঢুকে পড়ায় ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে এই ব্যবধানের উচ্ছ্বাস নিয়েই বিশ্রামে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।
Related News

গাজীপুরে বঙ্গবন্ধু ক্রীকেটলীগ শুরু
মানিক সরকার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে শুরু হলোRead More

মার্ক রবিনসন নারী দলের নতুন হেড কোচ
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ভরাডুবির পর ভারতীয় হেড কোচ আনজু জেইনের সঙ্গেRead More