সাংবাদিক শামীমের অবস্থার অবনতি, দোয়া কামনা

ছাদ থেকে পড়ে গুরুতর আহত বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সিলেট ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভারত থেকে গত ১১ জানুয়ারি চিকিৎসা শেষে দেশে ফেরার পর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও রোববার থেকে অবস্থার আবারো অবনতি হয়েছে। ফলোআপ চিকিৎসার জন্য সোমবার রাতে ঢাকায় যাচ্ছেন তিনি। স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক্স সার্জনের তত্ত¡াবধানে তিনি চিকিৎসা নিবেন।
সাংবাদিক শামসুল ইসলাম শামীম জানান, গতবছরের ১৫ ডিসেম্বর বিকেলে নগরীর মেন্দিবাগস্থ বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের বেশিরভাগ অংশ থেতলে যায়। ডান হাত ও বাম কাঁধেও আঘাত পান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারত যান তিনি। চিকিৎসা শেষে ১১ জানুয়ারি তিনি দেশে ফেরেন। ভারতের ডাক্তাররা পূর্ণ বিশ্রাম ও ২ মাস পর ফলোআপ চিকিৎসার জন্য বলেছেন। হঠাৎ করে রোববার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় স্কয়ার হাসপাতালের অর্তোপেডিক্স সার্জনের তত্ত¡াবধানে চিকিৎসার জন্য সোমবার ঢাকা যাচ্ছেন। তিনি তার আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More