আরব আমিরাতে সুখ-শান্তি দেখতে মন্ত্রণালয়

সংযুক্ত আরব আমিরাতে সরকার এবং জাতীয় অনেক নীতি ঢেলে সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম। খবর বিবিসির
তারই অংশ হিসেবে তিনি ‘সুখ-শান্তি’ এবং ‘সহনশীলতা’ নিয়ে দুটো পৃথক মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন। অভিনব এই দুই মন্ত্রণালয়ের জন্য দু`জন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে।
শেখ মাকতুম একই সঙ্গে দুবাইয়ের শাসক। তিনি বলেছেন, সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে, যাতে দেশের জনগণ খুশি থাকে, তৃপ্ত থাকে।
আর সহনশীলতাবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে শেখ মাকতুম বলেন, ‘সহনশীলতাকে সংযুক্ত আরব আমিরাতের মৌলিক মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করাই হবে এই মন্ত্রণালয়ের কাজ।’
এছাড়া সরকারের অনেক কাজ বেসরকারি খাতের কাছে তুলে দেয়ারও পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মন্ত্রীর সংখ্যা নিয়ে আগ্রহী নই। আমরা চাই এমন কিছু মন্ত্রী যারা সমাজের পরিবর্তন অনুধাবন করে সেই মত কাজ করতে পারদর্শী।’
সরকার ও রাষ্ট্র পরিচালনায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়াতেও বিশেষ আগ্রহী শেখ মাকতুম।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed