উত্তরায় ১৫ বছর আটকে রেখে গৃহকর্মী নির্যাতন ও ধর্ষনের দায়ে গৃহকর্তি আটক !
মো: রিপন হোসেন : রাজধানীর উত্তরায় পনের বছর আটকে রেখে গৃহকর্মীকে নির্যাতন ও ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
৭ ফের্রুয়ারী সকাল আনুমানিক ১০ টার দিকে উত্তরা পশ্চিম থানায় নির্যাতিতা নারী ঝুমা ছদ্দনাম (৩০) নিজে থানায় এসে অভিযোগ করলে গৃহকর্তি আলেয়া গেম (৪২) কে ১১নং সেক্টরের ৮ নং রোর্ডের ২৪ নং বাড়ির ৬ তলা থেকে তাকে আটক করে পুলিশ।
অভিযোগকারি জানায়,২০০০ সালের দিকে বরিশালের ভুলা থেকে পিতা মাতা হীন ঝুমা কে বাড়ির কাজের জন্য নিয়ে আসেন কাজী আনোয়ার হোসেনের স্ত্রী আলেয়া বেগম। আসার পর থেকেই নানারুপ প্রলোভনের মাধ্যমে গৃহকর্তা আনোয়ার তাকে নিয়মিত ধর্ষন করতে থাকে। ২০০১ সালের দিকে সে অন্তসত্তা হয়ে পড়লে তাকে (এমআরডিএন্ডসি) করে সন্তান নষ্ট করে দেয় আলেয়া বেগম। বাবা-মা নাথাকায় তার আর যাবার কোন জায়গা ছিলনা বিধায় বাধ্য হয়েই থাকতে হয় এই সংসারে। গত কয়েক বছর আগে আনোয়ার দম্পতির বিভাহ বিচ্ছেদহয়। স্বামী পরিত্যাক্তা আলেয়া তার যৌন খুধা নিবারনের জন্য নিয়মিত বাসায় পুরুষ মানুষ আনতেন। মাঝেমধ্যে খদ্দের এনে ঝুমাকে দিয়েও অনৈতিক কাজ করাতেন বলে সাংবাদিকদের জানান অভিযোগ কারি ঝুমা (ছদ্দনাম)। ঝুমা আরও জানায়, গত ১৫ বছরে তাকে একটি টাকাও বেতন দেয়নি,বরং কয়েক বছর আগে তাকে বিয়ে দিয়ে আবার বিভাহ বিচ্ছেদেও মাধ্যমে ফিরিয়ে আনেন আলেয়া। গত শুক্রবার ১ যুবককে বাসায এনে তার সাথে অনৈতিক কর্ম করে আলেয়া। বিষয়টি যেন তার ছেলেকে না বলে, আলেয়ার কথা নামানায় সেজন্য তাকে বেদম মার ধর করে বাড়িথেকে বের করেদেয়।
এই বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা প্রকৃয়াধীন বলে জানান, উত্তরা পশ্চিম থানার এস আই হাফিজুর রহমান।
Related News

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুর!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখRead More

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো পান বরজ, ক্ষতি ৪ কোটি!
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগেRead More