কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত মতিউর রহমান ঢাকার বংশাল থানার মৃত আলী আজগরের ছেলে। তিনি মাদক মালার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রোববার রাত ২টার দিকে মতিউর রহমান কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মতিউর রহমান মাদক মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৪ মাস আগে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

বজ্র আঁটুনি ফস্কাগেরো; লকডাউনের তৃতীয়দিন শৈলকুপার চিত্র!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোরRead More