কোপা আমেরিকা : একই গ্রুপে আর্জেন্টিনা-চিলি

২০১৫ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। সেই চিলির বিপক্ষে ম্যাচ দিয়েই ২০১৬ কোপা আমেরিকা শুরু করবে আর্জেন্টিনা।
আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় শতবর্ষ বিশেষ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। তাতে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা-চিলির সঙ্গে আছে পানামা ও বলিভিয়া।
ব্রাজিল পড়েছে ‘বি’ গ্রুপে। সেলেসাওদের সঙ্গে আছে ইকুয়েডর, হাইতি ও পেরু। ‘এ’ গ্রুপটা হয়েছে সবচেয়ে কঠিন। এই গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে। ‘সি’ গ্রুপে মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা ও ভেনেজুয়েলা। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টগুলোর একটি হলো এই কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল ১৯১৬ সালে। সাধারণত চার বছর পর পর হয়ে থাকে টুর্নামেন্টটি। তবে এ বছর ১০০ বছর পূর্তি উপলক্ষে এক বছরের মধ্যেই কোপার ৪৫তম বিশেষ এই আসরটি হতে যাচ্ছে।
আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর। ১২ দলের বদলে এবার অংশ নিচ্ছে ১৬টি দল। কনবেমল অঞ্চলের ১০টি দলের সঙ্গে অংশ নিচ্ছে কনক্যাকাফের ছয়টি দল।
আগামী ৩ জুন যুক্তরাষ্ট্র-কলম্বিয়া ম্যাচ দিয়ে শুরু হবে কোপার এই বিশেষ আসর। ব্রাজিলের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে, ৪ জুন। ৬ জুন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলবে।
Related News

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More

গাজীপুরে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকাRead More
Comments are Closed