গাজীপুরে এ্যাপেক্স হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও সিলগালা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের চান্দ্রনা এলাকায় একটি প্রাইভেট হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান মো. মোবারক হোসেনকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ডাক্তার শরিফাতুন জান্নাত রিপার স্বাক্ষর জাল করে প্যাথলজি রিপোর্ট তৈরি করায় এ জরিমানা করা হয়। গাজীপুরে এ্যাপেক্স হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১ এর ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে র্যাব-১ এর ভ্রাম্যমান আদালত গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপেক্স হসপিটালে এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন র্যাব এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহমেদ জানান, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট ও লাইসেন্স নবায়ন না থাকা এবং ডা. শরিফাতুন জান্নাত রিপার স্বাক্ষর ব্যাবহার করে প্যাথলজিক রিপোট তৈরির অভিযোগে হাসপাতাল মালিককে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয় ও এরসঙ্গে জড়িত থাকায় ল্যাব টেকনেশিয়ান মো. মোবারক হোসেনকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
Related News

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো পান বরজ, ক্ষতি ৪ কোটি!
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগেRead More

কালীগঞ্জ পৌরসভার নির্বাচন রোববার
ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেনRead More
Comments are Closed