গাজীপুরে ধর্ষণের অভিযোগে এসএসসি পরীক্ষার্থীসহ গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী ও তার চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন,উপজেলার ধুনয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও ধনুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মিয়া (১৭) ও তার চাচা উজ্জ্বল (২৪)। সোমবার ভোরে তাদের ধনুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মাসুদ ধুনয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
শ্রীপুর থানার এসআই মো. আব্দুর রাশিদ জানান, ধর্ষিত মাদ্রাসাছাত্রী ও মাসুদ পূর্ব পরিচিত। তারা পাশাপশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় ওই ছাত্রীকে মাসুদ কৌশলে চাচার বাড়িতে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ধর্ষণ করেন। এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তার পরিবারকে বিষয়টি জানালে রাতে তার বড় ভাই শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মাসুদ প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেছে, সোমবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। শ্রীপুর থানার ওসি তদন্ত
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

বজ্র আঁটুনি ফস্কাগেরো; লকডাউনের তৃতীয়দিন শৈলকুপার চিত্র!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোরRead More