জামিন পেলেন ব্যারিস্টার শাকিলা

জঙ্গি অর্থায়নের অভিযোগে দায়ের দুটি মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ জামিন দেন।
এর আগে গত বৃহস্পতিবার একই বেঞ্চ ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিনের আদেশ দিতে ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন- আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা জোগান দেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজ কোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা।
এ অভিযোগে ঢাকার ধানমণ্ডি থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব। পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গতবছরের ডিসেম্বর জামিনে মুক্তি পান। দুই মামলায় গতবছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়। অবশেষে আজ তিনি জামিল পেলেন।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed