টঙ্গীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

গাজীপুর প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে এশিয়া ফিলিং ষ্টেশন থেকে একটি চোরাই হিরো গ্লামার মটর সাইকেলসহ দুই আসামিকে আটক করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার সকালে র্যাব-১ স্কোয়াড কমান্ডার সিনি . সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- টঙ্গী থানার উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার মো. সিরাজ হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন, ও একই এলাকার মৃত. ফজর আলী ফকিরের ছেলে হেলাল উদ্দিন।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে টঙ্গী থানার মামলা মামলার ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সিনি. এডি মো. ডিয়াউর রহমান এর নেতৃতে একটি দল অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই আসামিকে আটক করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীসহ উদ্ধারকৃত মোটরসাইকেল টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ॥ ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’Read More

ঝিনাইদহে তিন গাঁজা পাচারকারী র্যাব ও ডিবি পুলিশের জালে
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শনিবার জোবায়ের ও ইনতাজRead More
Comments are Closed