তথ্যপ্রযুক্তি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান খান।
মাহমুদুর রহমানের পক্ষে মামলার শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে বিচারপতির কথোপকথন-সংক্রান্ত স্কাইপ কেলেঙ্কারির ঘটনা পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়।
পরে হাইকোর্ট থেকে জামিন পান মাহমুদুর রহমান। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে এর ওপর শুনানি শেষে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ তার জামিন বহাল রাখেন।
এ ছাড়া সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মোট ৭০টি মামলা করা হয়েছে। তবে এসব মামলায় এরই মধ্যে জামিন পেয়েছেন তিনি। আজ আপিল খারিজ হয়ে যাওয়ায় তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই বলেও জানান আইনজীবীরা।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ১০১,শনাক্ত ৪,৪১৭
সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখন পর্যন্তRead More
Comments are Closed