বিচারপতিদের আদালতের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান

বর্তমান ও সাবেক বিচারপতিদের আদালতের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
বুধবার একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানির সময় এ আহ্বান জানান তিনি।
সকালে দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে মীর কাসেম আলীর আপিলের শুনানি শুরু হয়। এদিন মীর কাসেম আলীর পক্ষে শুনানির জন্য দাঁড়ান সম্প্রতি হাইকোর্ট থেকে অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
গতবছরের ৩১ ডিসেম্বর অবসরে গেছেন তিনি। এখন বিচারপতি নজরুল ইসলাম অবসর-পরবর্তী ছুটিতে রয়েছেন। ফলে এখনও সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন তিনি।
বিচারপতি নজরুল ইসলাম তার জন্য বরাদ্দকৃত সরকারি বাড়িতে থাকছেন। গাড়ি ও গানম্যান ব্যবহার করছেন।
এ অবস্থায় নজরুল ইসলাম চৌধুরীর বিষয়ে আপত্তি জানান রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এক পর্যায়ে ওই বিচারপতির উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘সরকারি সুযোগ-সুবিধা নেয়া অবস্থায় অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিদের আদালতের প্রথা ও নিয়ম-কানুন মেনে চলা উচিত।’
উল্লেখ্য, অবসরের পর অনেক বিচারপতিই হাইকোর্টে প্র্যাকটিস করে আসছেন। তবে অবসর গ্রহণের কতদিন পর একজন বিচারপতি আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইন নেই।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed