বিচ্ছিন্নতাবাদীদের বিগত সরকার আশ্রয়-প্রশ্রয় দিত

ভারতে বিচ্ছিন্নতাবাদী যারা ছিল, বিগত সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিত মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শেরপুর, সিলেট অঞ্চল থেকেও প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।সংশ্লিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বর্তমান সরকার কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি এবং ভবিষৎতেও দিবে না।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাইকমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন মেঘালয় সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারী অস্ত্রসহ ৪৮ হাজারের বেশি গুলি উদ্ধার করার কথা পুলিশ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন বর্তমান সরকার বিছিন্নবাদীদের প্রশ্রয় দেয় না । আমাদের সরকার তাদের ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে দেয়।
Related News

ঝিনাইদহে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল
ঝিনাইদহ- ঝিনাইদহে কোন প্রভাব ছিল হেফাজতের ডাকা হরতালে। সকাল থেকে শহরের দোকান-পাট ছিল খোলা। স্বাভাবিকRead More

বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিত হয়েছে-আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে।Read More