বিয়ের ছবি নিলামে তুলবেন প্রীতি!

বেশ কয়েকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন শিগগিরই বিয়ে করছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অনেকবার তার বিয়ের তারিখ প্রকাশ করা হয়েছে। তবে বরাবরই এসব উড়িয়ে দিয়ে তার বিয়ের খবর তিনি নিজেই দিবেন বলে জানান। তবে শেষ পর্যন্ত এপ্রিলের মধ্যে বিয়ে করছেন বলে ঘনিষ্ট সূত্রে জানা যায়।
তবে এখন নতুন খবর শুনা যাচ্ছে। প্রীতি নাকি হলিউড দম্পতি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি ও জর্জ ক্লুনি-আমাল আলামুদ্দিনের মতো নিজের বিয়ের ছবি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেমিক জেনে গুডেনাফকে শিগগিরই বিয়ে করে ছবি নিলামে তুলবেন তিনি।
চ্যারিটির জন্যই ভবিষ্যতের দম্পতি প্রীতি-জেনে এমন পরিকল্পনা করেছেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে পারিবারিকভাবে। দু’জনই আনন্দময় মুহূর্তটি উদযাপন করতে চান সুবিধাবঞ্চিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে।
রীতি ও জেনের বিয়ের সাক্ষী হতে পারবে শুধু পরিবার ও ঘনিষ্ঠরা। বাকিরা এসব মুহূর্ত দেখতে চাইলে দরদাম করে কিনতে হবে নিলামে। ছবিগেুলো বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে শিশু শিক্ষা ও বৃদ্ধাশ্রমের সহায়তায়।
Related News

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed