বোকো হারামের হামলায় কমপক্ষে নিহত ৩০

নাইজেরিয়ার দু’টি গ্রামে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। শুক্র ও শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত ইয়াকশারি ও কাচিফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মুস্তফা কারিম্বি নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে ইয়াকশিয়ার ও কাচিফা গ্রামে মোটরসাইকেল ও গাড়িতে করে হামলাকারীরা আসে। এসময় তারা গ্রাম দুটির কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে। এর আগে অবশ্য তারা গ্রাম দুটিতে ব্যাপক লুটপাট চালিয়েছে।
কারিম্বি বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়াকশারি গ্রামে হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা কমপেক্ষ ২২ জনকে গলা কেটে হত্যা করে। এর আগে তাদের খাদ্যশস্য ও গবাদি পশু লুটপাট করে হামলাকারীরা। শুক্রবার রাতে বোকো হারামের যোদ্ধারা কাচিফা গ্রামে হামলা চালিয়ে হত্যা করা হয় ৮জনকে।
তিনি বলেন, ‘ আমাদের বিশ্বাস একই দল দুটি গ্রামে পৃথকভাবে হামলা চালিয়েছে।’
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় উত্থানের পর জঙ্গি সংগঠনটি অন্তত সতেরো হাজার মানুষকে হত্যা করেছে। এছাড়া তাদের তাণ্ডব থেকে বাঁচতে অন্তত ২৬ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed