মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন : আহত ২০

মানিকগঞ্জে একটি যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনএনবি পরিবহনের বাসটি পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। তরা ব্রিজ পার হওয়ার পরই হঠাৎ বিকট শব্দ হয়ে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও অগ্নিদগ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ৬ জনকে মুন্নু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় কেউ মারা যাননি। আহতরাও আশঙ্কামুক্ত রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিযে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed