Main Menu

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বেথেল টাউনশিপের একটি মহাসড়কে [ইন্টারস্টেট ৭৮] এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।

তুষারঝড়ের মধ্যে সংঘটিত এ দুর্ঘটনায় কমার্শিয়াল ও ব্যক্তিগত প্রাইভেট কার মিলিয়ে ৫০টির বেশি গাড়ি জড়িত ছিল। গাড়িগুলো সড়কের তিনটি লেনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

পেনসিলভানিয়ার জরুরি বিভাগের মুখপাত্র করি অ্যানজেল জানান, আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, ৭০ জনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।


Related News

Comments are Closed