রূপগঞ্জে শিক্ষকের দুই বছর কারাদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহ করার অপরাধে পানাউল্লাহ মিয়া নামের গনিতের এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেন মঙ্গলবার বিকেলে এ দন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, মঙ্গলবার এসএসসি গনিত পরীক্ষা চলাকালে ওই গনিত শিক্ষক কেন্দ্র সচিব ও হল সুপারের অনুমতি না নিয়ে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। শিক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার পর তার কাছে প্রাইভেট পড়ে এমন এক শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে তাকে লিখিত নকল সরবরাহ করতে থাকেন। এ সময় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা বি.আর.ডি.বি অফিসার সিফাত হোসেন তাকে হাতে-নাতে ধরে আটক করেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। পরে ইউএনও মো. লোকমান হোসেনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার নবাব আশকারী উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও ওই উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
Related News

গাজীপুরে বাউবি’তে অমর একুশ উদ্যাপন
অমর একুশ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ে শহিদ মিনারে পুষ্পার্ঘRead More

জাবির হলে হলে চলছে প্রভোস্টদের অভিযান
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে চলছে প্রভোস্টদের অভিযান। শিক্ষার্থীদের হল ত্যাগেরRead More
Comments are Closed