শাহরুখ খানের গাড়িতে হামলা

এবার সরাসরি হামলা হলো বলিউড বাদশা শাহরুখ খানের গাড়িতে। এর আগে গুজরাটের আহমেদাবাদে রাইস সিনেমার শুটিং চলাকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কিং খান।
জানা গেছে, আজ ১৪ ফেব্রুয়ারি সকালে আহমেদাবাদে বলিউড সুপারস্টারের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। তবে শাহরুখ অক্ষত রয়েছেন। কারণ তখন গাড়িতে ছিলেন না তিনি। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য এটি করতে পারে।
গত বছর নিজের ৫০তম জন্মদিনে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যে করার পর থেকেই শাহরুখের ওপর ক্ষিপ্ত হয় বেশ কিছু সংগঠন। আর তার জেরেই এই হামলা হয়েছে বলে মনে করছেন অনেকে।
ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শাহরুখের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Related News

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed