সারাদেশে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দিচ্ছে ‘আমরা’কোম্পানিজ

২০১৬ সালের মধ্যে দেশে ১৫শ’টিরও বেশি জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই হটস্পট সেবা দিবে ‘আমরা’ কোম্পানিজ।
কোনো শর্ত, ক্যাপস সীমা ও ফেয়ার ইউসেজ পলিসি ছাড়াই এ হটস্পট থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। হটস্পটগুলোয় সংযুক্ত থাকা অবস্থায় গ্রাহকরা যেকোনো ওয়েবসাইটে যতক্ষণ ইচ্ছা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আপাতত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলে সাড়ে ৩০০ বেশি জায়গায় এ হটস্পট সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট জোনে সকল স্মার্টফোন ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা ব্যবহার করতে পারবেন। বর্তমানে জনপ্রিয়তার ভিত্তিতে রেস্টুরেন্ট, কফিশপ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শপিং মল ও অবসর যাপনের জায়গাগুলোয় এ হটস্পট সেবা দিচ্ছে। জানুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামের ১০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ায় ওয়াই-ফাই হটস্পট জোন তৈরি করা হয়েছে। ফেব্রয়ারিতে আরও ২৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা হবে।
এ বিষয়ে ‘আমরা’ স্মার্ট সল্যুশনসের সিইও ইন্তেখাব মাহমুদ বলেন, ‘আগামি বছরগুলোতে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের চাবি হচ্ছে তরুণ প্রজন্ম। আমাদের উপলব্ধি অনুযায়ী, এ প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করতে সবার হাতের নাগালে ইন্টারনেট নিশ্চিত করতে হবে। আর এটা অর্জনের জন্য আমরা কোম্পানিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
Related News

সারা বছরব্যাপী চাষযোগ্য বারি পেঁয়াজ-৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত
মোঃ বায়েজীদ হোসেন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুরের আয়োজনে কৃষকদেরRead More

তরমুজের দুইটি নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
দেশেই বীজ উৎপাদন সম্ভব এমন দুটি তরমুজের নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটRead More