Main Menu

সিলেটে গাছ থেকে মুখ বাধা ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে গাছ থেকে মুখ বাধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরাধরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিন সুরমার পশ্চিম ধরাধরপুর সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে কাটাবাড়ি হাওরে ফরিশ গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের(৩০) দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে লাশ উদ্ধারের সময় মুখ বাধা ছিল এবং গাছের নিচে জুতা রাখা ছিল।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


Related News

Comments are Closed