Main Menu

সুজান-অর্জুন সম্পর্কের ইতি!

হৃত্বিক রোশনের সঙ্গে সুজান খানের বিচ্ছেদের কারণ ছিলেন অর্জুন রামপাল। কিন্তু এখন তাঁদের মধ্যে আর সম্পর্ক নেই!
জানা গেছে, প্রায় এক মাসের উপর নাকি ফোনে কথা বলেননি অর্জুন রামপাল ও সুজান খান।

এদিকে অর্জুন কাপুর আর মেহের জেসিকা একসঙ্গে থাকছেন কি না তা এখনও জানা যায়নি। কয়েক মাস আগে বান্দ্রার বাড়ি ছেড়ে ওরলির একটি ফাইভ স্টার হোটেলে থাকতে শুরু করেছিলেন অর্জুন।

আর তাতেই বলিউডে গুজব ওঠে, সুজান খানের সঙ্গে অর্জুনের সম্পর্ক মানতে পারেননি মেহের। তাই বাড়ি ছেড়ে হোটেলে থাকতে শুরু করেন অর্জুন। সম্প্রতি অর্জুন আর মেহেরকে একসঙ্গে একটি স্ক্রিনিংয়ে দেখা গেছে।


Related News

Comments are Closed