সেই ক্ষুদে ভক্তকে মেসির জার্সি উপহার

জার্সি কেনার সামর্থ্য তার ছিল না। তাই বলে কি লিওনেল মেসির প্রতি ভালোবাসা দমিয়ে রাখা যায়! পাঁচ বছরের মুরতজা আহমাদিও পারেননি, তাই তো পলিথিন দিয়েই মেসির জার্সি বানিয়ে ফেলেছিলেন।
এই খবর মেসির কানে যেতেও বেশি সময় লাগেনি। আফগানিস্তানের এক গ্রামের এই ক্ষুদে ভক্তের সাথে দেখাও করবেন তিনি। আর এই দেখা করার সব ব্যবস্থার দায়িত্ব নিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন।
ছোট মুরতজার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়ার পরই মেসি এই ভক্তের বিষয়ে জানতে পারেন। এরপরেই মেসি মুরতজার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।
বার্সেলোনা ফুটবল ক্লাব থেকে মুরতজার জন্য একটি জার্সি পাঠানো হয়ছে। যা পরে ফুটবল খেলা অবস্থায় হাস্যজ্জল ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Related News

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More

গাজীপুরে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকাRead More