Main Menu

হবিগঞ্জে যুবসংহতি নেতার খণ্ডিত লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. রফিক মিয়ার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারো আউলিয়া নামক স্থান থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।

এর আগে ভোরে রফিক মিয়ার বাড়ির সামনে রক্তের দাগ, গেঞ্জি, কোদাল ও লুঙ্গি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসব উদ্ধার করে। মো. রফিক মিয়া মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন যুবসংহতি নেতা রফিক মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


Related News

Comments are Closed