আজ ফের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে উত্তর কোরিয়া আজ তাদের পূর্ব উপকূলের সাগরে দুটি স্বল্পপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
গত সোমবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নির্বিচার’ পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল পিয়ংইয়ং।
গতকাল বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দাবি করেন, তার দেশের বিজ্ঞানীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহার উপযোগী ছোট আকারের পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরি করেছে।
দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান শহর থেকে সাগর অভিমুখে আজ ভোরে ছোড়া স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়। এরপর তা সাগরে পড়ে। রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় ধরনের মজুত রয়েছে। তারা দূরপাল্লার ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে।
গতকাল দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এ-সংক্রান্ত খবরের সঙ্গে কিছু ছবি প্রদর্শন করে। এতে দেখা যায়, কিম জং কথিত যুদ্ধাস্ত্রের পাশে দাঁড়িয়ে আছেন। বস্তুটিকে খবরে ক্ষুদ্রাকৃতির যুদ্ধাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়। পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে জাতিসংঘ আরোপিত সাম্প্রতিক কঠোর নিষেধাজ্ঞার পর দৃশ্যত উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী মনোভাব বাড়ছে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed