Main Menu

আরব আমিরাতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের দুটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুবাইয়ের উত্তরের আজমান আমিরাত এলাকার একটি আবাসিক ভবনে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা দ্রুত অন্য ভবনেও ছড়িয়ে পড়ে। খবর বিবিসির।

আগুন লাগার পর পরই আবাসিক ভবন দুটি থেকে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। তবে ধোঁয়ার কারণে বেশ কয়েকজনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনজামানে ১২টির মত আবাসিক ভবন রয়েছে। এতে প্রায় ৩ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে।

ওই দুর্ঘটনার পরপরই অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়। এসব ছবি এবং ভিডিওতে দেখা গেছে ভবনগুলোর একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে সেখানে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। এখনও পর্যন্ত ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।


Related News

Comments are Closed