কনটেইনার বিস্ফোরণে বিদেশিসহ ৪ জন দগ্ধ

ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজের কনটেইনার বিস্ফোরণে বিদেশিসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চীনা নাগরিক ফ্রাংক সেভিন, সদর উপজেলার অচিন্তনগর গ্রামের শাহাজান মোল্লার ছেলে জালাল হোসেন, একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মনির জান (৩০) ও ঢাকা জেলার সলেমানের ছেলে জোবায়ার হোসেন (২৫)।
স্থানীয়রা জানান, সকালে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করার সময় কনটেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চীনা নাগরিকসহ ৪ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে ফ্রাংক সেভিন ও মনির জানের অবস্থা আশঙ্কাজনক।
তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাহাবুদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে পাটকাঠি জ্বালিয়ে ছাই তৈরি করে বিদেশে রপ্তানি করা হতো।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed