কবি রফিক আজাদকে রাষ্ট্রীয় সম্মান

দেশবরেণ্য কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদের মরদেহকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই গার্ড অব অনার দেওয়া হয়।
কবির প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুপুর ১২টা পর্যন্ত সাধারণ জনগণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে মরদেহ রাখা হবে।
এরপর সেখান থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে অপরাজেয় বাংলার পাদদেশে কবির মরদেহ নেওয়া হবে শেষ শ্রদ্ধা জানাতে।
শনিবার দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান কবি রফিক আজাদ। এর আগে গত ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
Related News

বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিত হয়েছে-আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে।Read More

চিকিৎসা সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফ দাবি
বেসরকারি মেডিকেল কলেজগুলো সরকারি নীতমালা অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় কোভিড-১৯ চিকিৎসা ও সুরক্ষার সকল উপকরণRead More
Comments are Closed