কালীগঞ্জে ভোট গ্রহনের প্রস্তুতি সম্পন্ন

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোট গ্রহনের জন্য ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ৭৬টি কেন্দ্রের ৪৪৭টি কক্ষের জন্য ৭৬ জন প্রিসাইডিং অফিসার ৪৪৭ জন, সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৮৯৪ জন পোলিং অফিসার, বিজিবি ৬৪ জন, আনসার ১২৯২ জন। এছাড়া প্রতি পাচঁ কেন্দ্রের জন্য ১জন করে মোট ১৬ জন অফিসার ইনচার্জ ও ৩৮০ জন পুলিশ নিয়োজিত করা হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের জন্য ৭টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ৭টি ইউনিয়নে ৭৬টি কেন্দ্রে ব্যালট ও ভোট বাক্স পাঠানো হয়েছে। পুলিশি নিরাপত্তায় এসব বাক্স কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা।
Related News

দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়নRead More

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো পান বরজ, ক্ষতি ৪ কোটি!
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগেRead More
Comments are Closed