কালীগঞ্জে মহিলার রহস্যজনক মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : উপজেলার নাগরী ইউনিয়নের নাগরী গ্রামের রনক গমেজের মেয়ে রিনা গমেজ (২৮) নামে এক মহিলাকে মুমূর্ষূ অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রা নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রিনা গমেজকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রা নিয়ে আসলে জরুরিভাবে চিকিৎসার প্রস্তুতি নেয়ার সময় ওই মহিলা মারা যায়। রহস্যজনক মৃত্যুকে ধামাচাপা দিতে নিহতের মাতা রনক গমেজ মিথ্যার আশ্রয় নিয়ে তার মেয়ে ডায়রিয়ায় মারা গেছে বলে জানান। পরে পুলিশি ঝামেলা এড়াতে তড়িঘড়ি করে মৃতদেহটি নিয়ে যায়। কর্তব্যরত ডা: আশীষ কুমার বণিক মৃত্যু নিশ্চিত করে। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, ডায়রিয়ায় নয় বিষ পাণে সে মারা গেছে।
Related News

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো পান বরজ, ক্ষতি ৪ কোটি!
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগেRead More

কালীগঞ্জ পৌরসভার নির্বাচন রোববার
ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেনRead More
Comments are Closed