কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটের দুই দিন আগে প্রভাব বিস্তারের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী এলাকায় প্রভাব খাটানোর অভিযোগে তাকে এ প্রত্যাহারের আদেশ প্রদান করা হয়।
মঙ্গলবার রাতে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম এ তথ্য জানান। এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ মহাপরিদর্শক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। অবিলম্বে তাকে প্রত্যাহার করে এ থানায় উপযুক্ত কর্মকর্তাকে নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান সামসুল আলম। মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস তাকে প্রত্যাহারের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালেহ আহমেদ বলেন, কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের খবর শুনেছি। তবে অফিসিয়ালি এখনো কোন নির্দেশ পাইনি। এ ব্যাপারে ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যাহারের ব্যাপারে আমি কিছু জানি না। আগামী ৩১ মার্চ কালীগঞ্জ উপজেলায় ৭ টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed