কাশিমপুর কারাগারে একজনের ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে একটি হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি বন্দির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। ফাসি নিহত আয়ুব আলী চেয়ারম্যান (৭০), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাঘাড়া ইউনিয়নের জনাবআলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ওই কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, আয়ুব আলী চেয়াম্যান একটি হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছিলেন। উচ্চ আদালত তার ফাঁসির রায় বহাল রাখায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার ফাঁসি কার্যকর করা হয়। এসময় গাজীপুরের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা সিভিল সার্জন উপস্থিত ছিলেন। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা আদায়
ঝিনাইদহঃ সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককেRead More

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ৬ জনের অর্থদন্ড
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেRead More
Comments are Closed