গাজীপুরের অনন্ত গ্রুপের ওয়াশিং কারখানায় এসি বিস্ফোরণে দগ্ধ-৩

গাজীপুর মহানগরীতে অনন্ত গ্রুপের একটি ওয়াশিং কারখানায় এসি মেরামতের সময় বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছে। এরা হলেন, রফিকুল ইসলাম (৩৫), তানভির আহমেদ রুমন (২৬) ও আব্দুর রউফ (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
কারখানার সিনিয়র অ্যাডমিন অফিসার নুরুন্নবী জানান, জয়দেবপুরের তারগাছা এলাকায় অনন্ত গ্রুপের ওয়াশিং কারখানায় এসি মেরামত করতে আসেন ইলেক্ট্রমার্ট কো¤পানির রফিকুল ও তানভির নামের দুজন ইঞ্জিনিয়ার। তাদের সাথে কারখানার সিনিয়র ইলেট্রিশিয়ান রউফও ছিলেন। মেরামতকালে হঠাৎ বিকট শব্দে এসিটি বিস্ফোরিত হয়। আগুনের কুলিতে তারা তিনজনই দগ্ধ হন। পরে তাদের কো¤পানির গাড়িতে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়। তাদের দুই হাত, গলার নিচে ও মুখ মন্ডল পুড়ে গেছে। তিন জনেরই শরীরের প্রায় ২০ শতাংশ করে পুড়ে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
Related News

গাজীপুরে ভাষা আন্দোলন গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আন্তর্জাতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা,Read More
কালিয়াকৈরে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণ শুনানি
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগেRead More
Comments are Closed