গাজীপুরে অস্ত্র মামলায় এক ব্যাক্তিকে ১৭ বছর সশ্রম কারাদন্ড

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ইকবাল হোসেন বৃহস্পতিবার বিকালে এ রায় প্রদান করেন। দন্ড প্রাপ্ত আসামির আব্বাস আলী গাজীপুর মহানগরের টেক নগপাড়া এলাকার আক্কাস আলী ওরফে আমজাদ আলী ওরফে ফালাইনার ছেলে।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর সকালে চান্দনা চৌরাস্তার উত্তর পাশে নিরিবিলি হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি দেশীয় একটি রিভলবারসহ আব্বাস আলীকে আটক করা হয়।
এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মীর নজরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আমজাদ হোসেন ওই বছরের ২২ ডিসেম্বর অভিযুক্ত আসামি আব্বাস আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে ১৮৭৮ সালের আর্মস অ্যাক্ট ১৯ এ এবং ১৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক আসামি আব্বাস আলীকে ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
Related News

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা আদায়
ঝিনাইদহঃ সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককেRead More

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ৬ জনের অর্থদন্ড
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেRead More
Comments are Closed