গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমারা করবো জয়” প্রতিপাদ্যে নিয়ে এ দিবসটি উপলক্ষে সকালে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের রাজবাড়ি সড়ক পদক্ষিণ করে রাজবাড়ির মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকান্ডের সময় কিভাবে অগ্নিনির্বাপন, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয় সম্পর্কে মহড়া দেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসব কর্মসূচিতে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, জেলা ত্রাণ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিএডি আকতারুজ্জামান, টঙ্গী ফায়ার স্টেশনের ইনস্পেক্টর মো. মোরশেদ, জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাসিবুল ইসলাম, প্লাটোন কমান্ডার খাইরুল বাশার ও আ. সামাদ, সহকারি কমান্ডার নিজাম উদ্দিন, ভলন্টিয়ার কমান্ডার মো. অলিউল্লাহ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য, রেড় ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সদস্যসহ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed